Some Moments of School Life



স্কুল জীবনের কিছু স্মৃতি:


বন্ধুর বাসায় যাওয়া আড্ডা দেওয়া গেমস খেলা,সাইকেলে করে সারাদিন টো টো করে ঘুরা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, পুকুরে সাতার কাটা পুকুরের মাঝে লাফ দেবার জায়গা থেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে পালিয়ে যাওয়া, তারপর ২০০৭ সাল থেকে বাইক নিয়ে ঘুরা,প্রতিদিন বাবা/মায়ের বকুনি। বাইক নিয়ে শত কিলোমিটার ভ্রমন করা, গ্রীপিং/একচাকায় রোল করে ভয় দেখানো, রেস দেয়া, স্পীডিং করা, না ধরে বাইক চালানো।


তারপর, ঢাকা চলে আসলাম। কলেজে ভর্তি হলাম, নতুন জীবন শুরু করলাম। ঢাকার লাইফ নিয়ে লিখলে কয়েকটা বই লিখতে হবে। আট বছরে অনেক কিছুই ঘটেছিলো, ভাল মন্দ মিলিয়ে খারাপ না। ঢাকা লাইফের মুহূর্ত গুলো নিয়ে, বেঁচে থাকলে, শেষ জীবনে লিখবো....


Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

How to turn on wireless zero configuration in XP