Posts

Showing posts from November, 2014

Bike

  মোটরবাইক কোথা থেকে কিনবেন ? ঢাকা শহরে মোটরবাইক কেনার জন্যে নিউ ইস্কাটন , মগবাজার এবং কাকরাইল , বিজয়নগরে প্রচুর ডিলার রয়েছে । আর সরাসরি শো - রুম কণ্ডিশনে কিনতে হলে কোম্পানী রেটে কিনতে হবে । এতে খরচ দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেশি পড়বে । মোটরবাইক কেনার সময় যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে : ১ . মাইলেজ কেমন ( প্রতি লিটারে কত কিলোমিটার চলে ) ২ . পার্টস সহজলভ্য কিনা । ৩ . ১৫০ সিসি এর উপরে বাংলাদেশে কোন মোটরসাইকেল চালানোর অনুমতি নেই ( প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট - এর মোটরসাইকেলগুলো ছাড়া ) । ১৫০ সিসি - এর বাইকগুলোর মেইনটেনেন্স খরচ বেশি । ৪ . নিকটস্থ সার্ভিস সেন্টার আছে কিনা । যদি আপনার পরিচিত কোন ওয়ার্কশপে অভিজ্ঞ মিস্ত্রী থাকে , তাহলে আমার পরামর্শ হলো আপনি পরিচিত ওয়ার্কশপে নিজে দাঁড়িয়ে থেকে সার্ভিসিং করিয়ে নিন । ৫ . নিয়মিত হাইওয়েতে চালানোর জন্যে ভারী মোটরবাইক ( ১২৫ সিসি বা এর উপরে ) কেনাটাই ভালো । ৬ . সেকেণ্ডহ্যাণ্ড মোটরবাইক কেনার পক্ষপাতি আমি কোনদিনই ছিলামনা