EID Celebration

EID Celebration

শুরু করছি প্রথম ধারাবাহিক লিখা খোলা ডায়রি। এটা অনেকটা ব্যাক্তিগত ডায়েরির মতই তবে অন্তর্জাল জ্বগৎ এর সকল বাংলা পাঠকরা পরতে পারবেন। আমার জীবনে বিভিন্ন দিন ঘটে যাওয়া কাহীনি গুলোই এখানে থাকবে।

আজ শুন্য তম পর্বে আমি আমার ঈদ উৎযাপনের কিছু কথা লিখবঃ

১.সকালে ঘুম থেকে উঠলাম আমার ছোট বোন আর চাচাতো বোনদের  -এর  মাইরের ঠেলায় উঠেই দেখি ৮ টা ৩০. তো তাড়াতাড়ি গোসল করে নামাজে গেলাম। গিয়ে প্যন্ডেলে জায়গা না পেয়ে রোদেই দাড়ালাম।
২. তো নামাজ পড়ে আসার সময় কয়েকজনের সাথে কোলাকুলি এবং এক রকম বাধ্য হয়েই তাদের দাওয়াত গুলা রিজেক্ট করতে হল।  b-( তখন চিন্তা করি “সব দাওয়াত কেন (!) যে ঈদের দিনে আসে। এক এক দিন এক এক টা আসলেই হয় :S ।”
৩. তো বাসায় আইসা আগে বাসার জিনিস কটা টেস্ট করলাম। এরপর বড় ভাইদের সাথে আডডা ।
৪. এস এম এস কয়েকটা (!) (দুঃখের ব্যাপার হল কোন ফোরামিক এর কাছ থেকে পাই নাই ) পেলেও রিপ্লাই করা হয় নাই। কল রিসিভ করেছি মোট ৮০ টার মত ।
৫.ছবি তুলেছি ৫-৬ টার মত কিন্তু নিজের কোন প্রোট্রেট তোলা হয় নাই।
৬. সেলামী এবার পাই নাই। বেশি বড় হয়ে গেছি এরকম মনে হওয়ায় সেলামি চাই নাই
লেখাঃ  ১৬ অগাস্ট ২০১৩ তে

Popular posts from this blog

For my blog readers

Speed up Firefox

Abbreviation